রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী ও লক্ষ্মীপুরে তাদের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আহতদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানাই।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, কর্মসূচি স্থগিতের পর নেতাকর্মীরা নোয়াখালীতে অবস্থান করছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকায় ফিরছেন।