ফরিদপুরের নগরকান্দা থেকে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম (৫৫)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।
আঞ্জুমান আরা বেগম বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। তার বাড়ি নগরকান্দার ছাগলদিয়া গ্রামে। তিনি মৃত আব্দুস সামাম মাতুব্বরের কন্যা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি টিম এই অভিযান পরিচালনা করে। ফরিদপুর জেলা পুলিশ শুধু তাদের সহায়তা করেছে। তাকে আটক করে ঢাকায় ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।