ফেনীতে পাঁচ সাংবাদিককে ‘গাজীপুর স্টাইলে’ হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। ‘একতাই শক্তি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ পরিকল্পনা ফাঁস হওয়ায় ফেনী মডেল থানা তদন্ত শুরু করেছে।
শনিবার (৯ আগস্ট) ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জিডি করেন। হামলার শিকার হওয়ার সম্ভাব্যরা হলেন মোহাম্মদ শাহাদাত, আরিফুর রহমান, আরিফ আজম, সোলায়মান হাজারী ডালিম ও জাহিদুল আলম রাজন।
গ্রুপের অ্যাডমিনরা জেলা ও কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। তাদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ও নাগরিক সংগঠন।
ওসি সামছুজ্জামান জানান, গ্রুপের বেশির ভাগ সদস্য পলাতক আসামি এবং সাইবার সেলের মাধ্যমে তদন্ত চলছে। সাংবাদিকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।