কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটে। ওই রাতে ৩৮ বছর বয়সী ফজর আলী স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। ঘটনার সময় ভুক্তভোগী নারী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, টাকা ধার নেওয়ার সূত্র ধরে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পূর্বপরিচয় ছিল। সেই সুযোগেই রাতে বাড়িতে ঢুকে এই বর্বরতা চালায় সে।
ধর্ষণের পর স্থানীয়রা ফজর আলীকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সে। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। একইসঙ্গে ধর্ষণের পর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ঘটনা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মামলার তদন্ত চলমান রয়েছে।