রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনাকে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী উল্লেখ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তারেক রহমান বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ঘটনায় সমগ্র জাতি শোকস্তব্ধ ও বেদনার্ত।
তিনি আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহতদের পরিবার-পরিজনকে আমি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন এই শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দান করেন।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, আজকের বিমান দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত হোক আমি এই দাবি করছি। প্রয়োজনে আরও সংযোজন বা সংশোধনের জন্য বলুন।