চট্টগ্রাম নগরের কাপাসগোলায় হিজড়া খালে পড়ে ছয় মাসের শিশু সেহরিশের মৃত্যুর ঘটনায় ৮টি কারণ চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গঠিত তদন্ত কমিটি।
ঘটনার বিবরণ: গত ১৮ এপ্রিল রাতে নবাব হোটেল সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হিজড়া খালে পড়ে যায়। রিকশায় ছিলেন শিশু সেহরিশ, তার মা ও দাদি। মা ও দাদি বেঁচে গেলেও শিশুটি স্রোতে তলিয়ে যায়। পরদিন সকালে চাক্তাই খাল থেকে তার মরদেহ উদ্ধার হয়।
তদন্তের মূল ৮ কারণ: অদক্ষ রিকশাচালক ও অনিয়ন্ত্রিত গতি, অরক্ষিত খাল, সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়ক, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত না থাকা, বৃষ্টিপাত, খাল-নালায় জমে থাকা বর্জ্য, উদ্ধার সরঞ্জাম ও জনবল সংকট, জনসচেতনতার অভাব।
সুপারিশ: দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে-নিরাপত্তা বেষ্টনী স্থাপন, কুইক রেসপন্স টিম, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, খাল ও সড়কের পুনঃনকশা, নগর সরকারের আওতায় সমন্বিত পরিকল্পনা।
তদন্ত কমিটির মতে, ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত খাল-নালায় পড়ে চট্টগ্রামে মারা গেছে ১৬ জন। তাদের মতে, কার্যকর সমন্বয় সচেতনতা ও অবকাঠামো উন্নয়ন ছাড়া এমন দুর্ঘটনা বন্ধ করা কঠিন।