আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির দাম্পত্য জীবনে দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে তালাকের মাধ্যমে ইতি টানল। বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিয়া মনি নিজেই।
সম্প্রতি একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে রাত কাটিয়েছেন। বুধবার (৬ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিয়া মনি ও অভির দুটি ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলন ডাকেন হিরো আলম। সেখানে তিনি বলেন, অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করেছিল, অভির সঙ্গে আর কথা বলবে না। কিন্তু সে কথা রাখেনি। আমি যখন বগুড়ায় বাড়ি রং করাচ্ছিলাম, তখনই সে কক্সবাজারে অভির সঙ্গে ছিল। আমার ফোন ধরেনি, আমাকে ব্লক করে রেখেছিল।
সংসারে অশান্তির সূত্রপাত ঘটে হিরো আলমের বাবার মৃত্যুর পর। তখন থেকেই নানা সময়ে রিয়ার বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন আলম। এমনকি রিয়ার বিরুদ্ধে থানায় মামলাও করেন, যাতে তাকে একবার গ্রেপ্তারও করা হয়। যদিও পরদিনই জামিনে মুক্তি পান রিয়া মনি।
হিরো আলম ফেসবুকে আরও লেখেন, “রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।” একইসঙ্গে তিনি একটি হোটেল রুমের ভিডিওও পোস্ট করেন।
এদিকে কক্সবাজারে অভির সঙ্গে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন রিয়া মনি। গণমাধ্যমকে তিনি বলেন, একটি কাজের জন্য কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে আর সংসার করার মতো পরিস্থিতি নেই। সে আগের চেয়ে আরও বেশি সমস্যার সৃষ্টি করছে। তাই আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তালাক দিয়েছি।
এর আগে হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম, তখন পাশে ছিলেন এই রিয়া মনি। তাকে সেবা-যত্ন দিয়ে সুস্থ করে তোলেন। কিন্তু শেষরক্ষা হলো না আলোচিত এই দম্পতির।