টালিউডের একসময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও পর্দায় ফিরছেন। দীর্ঘ ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু’। সিনেমাটি ঘিরেই আবার আলোচনায় উঠে এসেছেন এ সাবেক তারকা জুটি।
এক সময় প্রেমে মশগুল ছিলেন দেব ও শুভশ্রী। ছিল ভালোবাসা, ছিল বন্ধন সবই। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কের ছন্দপতন ঘটে। এরপর কেটে গেছে প্রায় এক দশক। দুজনই গড়েছেন আলাদা পথ, আলাদা জীবন। শুভশ্রী এখন রাজ চক্রবর্তীর স্ত্রী ও দুই সন্তানের মা। সংসার ও ক্যারিয়ার দুইই সামলাচ্ছেন সমান দক্ষতায়। অন্যদিকে দেব এখন শুধু অভিনেতাই নন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যও।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দেব সাবেক প্রেমিকা শুভশ্রীকে নিয়ে বলেন, আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশাপাশি দাঁড়ালে কী বলব, তাও জানি না। আমি তার কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব, যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামলাচ্ছে, তা প্রশংসনীয়। এটা খুব সহজ কাজ নয়।
দেবের এমন প্রশংসা শুনে শুভশ্রীও চুপ থাকেননি। তিনি পাল্টা বলেন, দেব আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমনটা নয়। তবে এত বছর পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটিই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব। আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, ও প্রশংসা করেছে। আমিও বলব, দেব খুব ভালো কাজ করছে।
সিনেমা মুক্তির আগে দেব-শুভশ্রীর এই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি করছে। ভাঙা সম্পর্কের অতীত পেছনে ফেলে এখন তারা পেশাদারিত্বের জায়গা থেকেই একে অপরের কাজের মূল্যায়ন করছেন।
‘ধূমকেতু’ সিনেমা নিয়ে দর্শকের কৌতূহল এখন তুঙ্গে। ৯ বছর আগের এই নির্মাণ অবশেষে বড় পর্দায় আসছে, আর তার সঙ্গে ফিরছে এক তারকা যুগলের নতুন অধ্যায়ের গল্প।