রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের সিটি মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত স্কুলটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের নিচতলায় থাকা জেনারেটর রুম থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুরো পাঁচতলা ভবনজুড়ে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারা স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নিতে সহায়তা করেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।