নিউজ টাইমস ডেস্ক
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরায় শুটিং হাউস বন্ধে চিঠি, শিল্পী ও নির্মাতাদের ক্ষোভ

ঢাকার উত্তরা সেক্টর-৪-এ নাটক ও সিনেমার শুটিং কার্যক্রম বন্ধে বাড়ির মালিকদের উদ্দেশে চিঠি দিয়েছে সেক্টরের কল্যাণ সমিতি। গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দেয়। এ কারণে হাউস মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী।

এই চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শুটিং হাউস মালিক ও অভিনয় অঙ্গনের মানুষজন। উত্তরা সেক্টর-৪–এ বর্তমানে তিনটি শুটিং হাউস রয়েছে লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। লাবণী শুটিং হাউসের মালিক আসলাম হোসাইন জানান, তিনি ২৫ বছর ধরে এই এলাকায় শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া দিয়ে আসছেন এবং এত দিনে কোনো অভিযোগ পাননি। চিঠির কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। বলেন, আমরা ডিরেক্টর গিল্ডে বিষয়টি জানিয়েছি, আশা করি সবাই পাশে থাকবে।

ডিরেক্টর গিল্ডের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, হঠাৎ করে এমন নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। অনেক ধারাবাহিক নাটকের শুটিং চলছে, যেগুলোর কন্টিনিউটি আছে। সময় না দিয়ে একচেটিয়াভাবে শুটিং বন্ধের নির্দেশনা দেওয়া অন্যায্য। আমরা গিল্ড থেকে প্রতিবাদ জানিয়েছি এবং আজকেই আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ জানিয়েছেন নাট্যনির্মাতা, অভিনেতা ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই।

আরও পড়ুনঃ javascript:nicTemp();

নির্মাতা মাহমুদ দিদার লেখেন, অনেক বছর ধরে উত্তরায় শুটিং হয়। কোনো কমপ্লেইন ছিল না। এখন হঠাৎ এসব কেন? আমার মনে হয়, উত্তরার দীর্ঘদিনের শুটিং কালচার হয়তো আর থাকবে না। এটা কেবল শুরু!

নির্মাতা তপু খান লিখেছেন, সরাসরি নিষেধাজ্ঞা শিল্প-সংস্কৃতির বিকাশে বাধার শামিল। উত্তরার লাবণী-৪ আমাদের অনেকের স্মৃতিবিজড়িত। এর মালিক আসলাম ভাই একজন নিরীহ ও ভালো মানুষ। কোনো ত্রুটি বা ভুল-বোঝাবুঝি হয়ে থাকলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সরাসরি নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিনয়শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক রওনক হাসান লেখেন, আবাসিক এলাকায় বিভিন্ন ধরনের অফিস, স্কুল, ব্যবসা চলছে তবু শুধু শুটিং নিয়েই আপত্তি কেন? আগেও এমন চেষ্টা হয়েছিল, যা স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছিল। এবারও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

শিল্পী ও নির্মাতারা মনে করছেন, এই ধরনের সিদ্ধান্ত নাটক ও সিনেমা শিল্পের পরোক্ষভাবে ক্ষতি করবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজে পাওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর’— জামায়াতের উদ্দেশে ফজলুর র

1

দীপিকা এবার হলিউড ওয়াক অব ফেমে

2

৬ মাসের যমজ শিশুকে পানিতে ফেলে হত্যা, মা–বাবা আটক

3

চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ, চসিক হাসপাতালে চালু ‘করোনা ও

4

সারা দেশে টানা পাঁচ দিনের বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

5

সরকারি চাকরি অধ্যাদেশে বড় পরিবর্তন:যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অ

6

ড. ইউনূস রাষ্ট্র ব্যবস্থাকে দুর্যোগে ঠেলে দিচ্ছেন: সুব্রত চৌ

7

স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা যেন না করতে হয়: প্রধান উপদেষ্

8

৫ আগস্টের পর থেকে সাদিক নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছে:

9

হিরো আলমকে তালাক দিলেন স্ত্রী রিয়া মনি

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

নোংরা সিট দেওয়ায় যাত্রীকে ক্ষতিপূরণ, ইন্ডিগোকে দেড় লাখ রুপি

12

বিদেশে চিকিৎসার জন্য মাল্টিপল ভিসার আবেদন খালেদা জিয়ার পরিবা

13

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস

14

শত্রুপক্ষের দুঃখের দিনেও মায়া লাগছে, কার উদ্দেশে লিখলেন প্রভ

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: প্রধান উপদেষ্ট

16

গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা ছাত্রনেতা

17

গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানোর বাধ্যবাধকতা:

18

মেয়র হতে না পেরে নিয়ন্ত্রিত টিভি চ্যানেল দিয়ে প্রোপাগান্ডা ছ

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20