তিনবার বৈবাহিক সম্পর্কে ভাঙন এসেছিল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে। তবে এ অভিজ্ঞতা তাঁকে বিয়ে ও ভালোবাসার প্রতি আস্থা হারাতে পারেনি। বরং তিনি এখনো বিশ্বাস করেন—বিয়ে একটি সুন্দর ও মূল্যবান প্রতিষ্ঠান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী অকপটে নিজের ভাবনার কথা জানান। বলেন, “আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ, আমি আমার বাবা-মাকে দেখেছি। যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন, একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখেন—এটাই কামনা করি।”
তিনটি সম্পর্ক টেকেনি কেন—এই প্রশ্নে নিজেই স্বীকার করেন নিজের ভুলের কথা। শ্রাবন্তীর ভাষায়, “আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। আবেগে ভেসে গিয়েছিলাম। এখন বুঝি—বাস্তবতাকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি। নিজের ভালো থাকা এবং সম্মান বজায় রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
শ্রাবন্তী আরও বলেন, “একটাই জীবন। কে কী বলছে, তা নিয়ে ভাবলে চলবে না। নিজের মন যা বলছে, সেটাই করা উচিত।”
উল্লেখ্য, ১৮ বছর হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেই সংসারে রয়েছে তাদের একমাত্র সন্তান ঝিনুক (অভিমন্যু)। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর দ্বিতীয় স্বামী কৃষাণ ব্রজ ও তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। চলতি বছরের এপ্রিলেই আইনি বিচ্ছেদ হয়েছে রোশনের সঙ্গে।
বারবার সম্পর্ক ভেঙে গেলেও শ্রাবন্তীর মন থেকে প্রেম কিংবা সংসারের প্রতি আস্থা হারিয়ে যায়নি—এটাই যেন তার সাহসী অবস্থান।