জাতীয় সমাবেশে যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনা ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২০ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “এই শ্রদ্ধাভাজন তিন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।”
শোকবার্তায় তিনি আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ ও পাবনার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান নিহত হন। এছাড়া সমাবেশস্থলে উপস্থিত থাকা অবস্থায় রংপুরের শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।