চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লেলাং খাল থেকে সন্তোষ নাথ (৩০) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের লাল পুল এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত সন্তোষ নাথ উপজেলার লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজন বাড়ির পরিমল চন্দ্র নাথের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকালে বাসা থেকে বের হয়েছিলেন সন্তোষ। এরপর দীর্ঘ ১১ দিন ধরে তার কোনো খোঁজ ছিল না। আজ সকালে ভেসে ওঠা সন্তোষের মরদেহ দেখতে পেয়ে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম।
মরদেহ উদ্ধারের সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লেলাং খালের শান্ত জলের বুকে ভাসছিল এক সন্তানের প্রাণহীন দেহ, হাত-পা ছিল শক্ত করে বাঁধা। শোকে পাথর হয়ে গেছেন সন্তোষের বাবা পরিমল চন্দ্র নাথ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ছেলে ৯ জুলাই ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ তাকে খালে এমন অবস্থায় দেখলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও দায়ীদের শনাক্তে আমরা কাজ করছি।”
সন্তোষ নাথের এই নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে। সন্তানহারা বাবার কান্না আর এলাকার মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে লেলাংয়ের আকাশ-বাতাস।