টিভি পর্দার পরিচিত মুখ অভিনেত্রী মৌ শিখা। দীর্ঘদিন ধরে কাজ করছেন নাটক ও চলচ্চিত্রে। তবে আড়াই মাস ধরে কোনো কাজ নেই তার হাতে। এই অবস্থা নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে ক্ষোভ উগড়ে দেন তিনি।
স্ট্যাটাসে মৌ শিখা লেখেন, তিনি কাজ করে যেতে চান এবং জীবিত অবস্থায়ই তার কাজের মূল্যায়ন চান। মৃত্যুর পর আফসোস করে লাভ নেই। তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। দুঃখ প্রকাশ করেন ভক্ত ও সহকর্মীরাও। ফলে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
তবে সেই আলোচনাই এখন কষ্টদায়ক হয়ে উঠেছে মৌ শিখার জন্য। কারণ, তার অভিযোগ—অনেকেই তার পোস্টকে পুঁজি করে মনগড়া কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন, করছেন ভিউ ব্যবসা।
মৌ শিখা লেখেন, এখানে বলা হয়েছে, যারা নিয়মিত কাজ করত তারা এখন কাজ ছাড়া সময় কাটাতে কষ্ট পাচ্ছে। তাই যেন আমাদের দিকে একটু খেয়াল রাখা হয়। কিন্তু এসব না বলে অনেকে আমাদের স্ট্যাটাসকে নিজের মতো করে ব্যবহার করছে। এভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে, যা খুবই বিরক্তিকর ও কষ্টদায়ক। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এইসব ফাইজলামির একটা সীমা আছে।
উল্লেখ্য, মৌ শিখা নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত ছবির তালিকায় রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, এবং ‘লিডার: আমিই বাংলাদেশ’। মুক্তির অপেক্ষায় আছে আরেকটি ছবি, ‘জমজ ভূতের গল্প’।