ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সৃষ্টি হয় এক অনন্য আবেগঘন দৃশ্য। শ্রাবণের দুপুরে অঝোর বৃষ্টির মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল আর সহকর্মীদের ভালোবাসায় বিদায় জানানো হয় ইংরেজি বিভাগের শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে।
দীর্ঘ ২১ বছর বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আজিবর রহমান। দুপুরে স্কুল ছুটির ঘণ্টা বাজতেই শুরু হয় বিদায় অনুষ্ঠান। সাজানো একটি ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয় দুই অবসরপ্রাপ্তকে। চারপাশে ছিল উৎসুক মানুষের ভিড়, সহকর্মীদের চোখে জল ও শিক্ষার্থীদের করতালিতে মিশে ছিল শ্রদ্ধা আর ভালোবাসা।
ঘোড়ার গাড়িতে উঠে শিক্ষক আজিবর রহমান বিদায় জানালে অনেকের চোখে জল এসে যায়। ধীরে ধীরে গাড়িটি বিদ্যালয় ছেড়ে গেলে পিছনে রয়ে যায় অসংখ্য স্মৃতি, মায়া আর শ্রদ্ধাবোধ।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, চাকরি জীবনে সবাইকে একদিন অবসরে যেতে হয়। আজিবর স্যারের দীর্ঘদিনের অবদান আমরা ভুলব না। দিনটিকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন।
বিদায়ি শিক্ষক আজিবর রহমান বলেন, এই বিদ্যালয়ে ২১ বছর চাকরি করেছি। চলার পথে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশে বলব, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।
চাকরি জীবনের শেষে এমন ভালোবাসাময় বিদায় অনুষ্ঠানে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অনেকে।
দিনটি শুধু একজন শিক্ষকের বিদায় নয়, ছিল শতশত ছাত্র-ছাত্রীর হৃদয়ে গেঁথে থাকা এক ভালোবাসার শিক্ষককে স্মরণ করার মুহূর্ত।