রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকার ওপর এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান জানান, বেলা ১টা ৩০ মিনিটের দিকে দিয়াবাড়ি এলাকায় বিমান বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি আছড়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পর উত্তরায় বিধ্বস্ত হয়।
এ ঘটনায় হতাহতের সংখ্যা বা পাইলটের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।