স্টারকিডদের দীর্ঘ তালিকায় নতুন সংযোজন হলেন শানায়া কাপুর। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা এবার অভিনয়ের ময়দানে নাম লিখিয়েছেন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ দিয়ে।
তবে শুধু অভিনয় নয়, ফ্যাশন সেন্স আর গ্ল্যামারেও শানায়া নজর কাড়ছেন সবার। সিনেমার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। আর এখন পর্দায় নিজের যোগ্যতা প্রমাণে মাঠে নেমেছেন পুরোদমে।
একেবারে ফিল্মি পরিবেশে বেড়ে ওঠা শানায়ার পরিবারের অধিকাংশ সদস্যই জড়িত বলিউডে। তবে তিনি চান নিজ পরিচয়ে জায়গা করে নিতে। স্টারকিডের তকমা নয়, অভিনয়, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এই উঠতি তারকা।
‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ ছবিতে শানায়ার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, চিত্রনাট্য লিখেছেন মানসী বাগলা। প্রযোজনায় রয়েছে জি স্টুডিওস ও মিনি ফিল্মস।
শুরুর দিকেই দর্শকদের মন জয় করতে পারলে বলিউডে নতুন এক সম্ভাবনার নাম হয়ে উঠবেন শানায়া কাপুর।