তারকাদের নিয়ে গুজব ছড়ানো যেন এখন নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে ভিত্তিহীন খবর ভাইরাল হতে সময় লাগে না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন। গত জুনে একটি গুজব ছড়ানো হয়েছিল—অপু বিশ্বাস নাকি আত্মহত্যা করেছেন!
কিন্তু দেশের জনপ্রিয় ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ যাচাই করে জানিয়েছে, এ খবরটি পুরোপুরি মিথ্যা, বানোয়াট এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রেই প্রমাণিত নয়। তারা আরও জানায়, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে নামসর্বস্ব ব্লগসাইট খুলে তারকাদের নিয়ে এমন ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ মিথ্যা আতঙ্ক ও বিভ্রান্তিতে পড়ছে। সবচেয়ে বেশি শিকার হচ্ছেন দেশের বিনোদন জগতের তারকারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুজব নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তিনি বলেন, “এ ধরনের গুজব তো নতুন না। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ দেখি কেউ মারা গেছে, কখনও দেখি আমি মারা গেছি! ওই সময় আমার বোনও আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক! এমন শুধু আমার না, অনেক আর্টিস্টদের সঙ্গেও হচ্ছে।”
নিজেকে নিয়ে এমন মিথ্যা খবরে কেমন লাগে? উত্তরে অপু বিশ্বাস বলেন, “আসলে কিছু মনে করি না। আমি এগুলোকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, তাই এমন মেসেজ ছড়ায়।”গুজবের যুগে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।