আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব সিফাত উল্লাহ সেফুদা অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৮ জুন) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমার শরীর বেশি ভালো না। আমার জন্য সবাই দোয়া করবেন।
দীর্ঘ ২৫ বছর ধরে প্রবাসে থাকা এই বিতর্কিত মুখ মূলত ফেসবুক লাইভ ও নানা মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন। তার পুরো নাম সিফাত উল্লাহ সেফুদা চৌধুরী। নেটদুনিয়ায় তিনি ‘প্রেম সম্রাট’, ‘কবি’, ‘গায়ক’, ‘সাহিত্যিক’ নামেও পরিচিত।
সেফুদা দাবি করেন, তিনি একজন সুন্নি মুসলিম। নিয়মিত নামাজ-রোজা পালন করেন এবং হজে যেতে চান। তবে ২০১৩-১৪ সালে বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে একসময় ইসলাম ত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
সেফুদা ১৯৪৬ সালের ৫ নভেম্বর খুলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চাঁদপুরে। ১৯৭৯-৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। পরে প্রবাসে পাড়ি জমিয়ে বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি একটি অনলাইন শপে পার্টটাইম কাজ করেন। পাশাপাশি কবিতা ও গান লেখেন এবং স্থানীয় টিভি চ্যানেলেও যুক্ত রয়েছেন।
জানা গেছে, তার স্ত্রী ও সন্তান থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে পরিবার ও দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন কাটাচ্ছেন সেফুদা।