ঢাকা, ২৪ জুলাই: রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই শোকপ্রস্তাব গৃহীত হয়।
বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।
দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা-সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে, দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক-মাহরীন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননার বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় স্কুল ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ছিলেন স্কুলের দুই শিক্ষকও।
দুর্ঘটনার পর ভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে কিছু বিভ্রান্তি দেখা দেয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথা জানায়। পরে রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন মারা যান। এরপর মৃত্যুর সংখ্যা ৩২-এ দাঁড়ায়।
সরকার দুর্ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে।