চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজ রোববার বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকায় জমায়েত হয়ে ষোলোশহর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে সমাবেশ করবে দলটি। পুরো সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানিয়েছেন, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে সকাল থেকেই সমাবেশস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। প্রয়োজনে ডগ স্কোয়াডও কাজে লাগানো হবে।
তিনি আরও জানান, কক্সবাজারের ঘটনার পর শনিবার রাতেই চট্টগ্রাম শহরের স্টেশন রোড এলাকার হোটেলে অবস্থানরত এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। আজ সমাবেশস্থলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, এনসিপি নেতারা আজ সকালে রাঙামাটি গিয়েছেন এবং বিকেলে কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করবেন। নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে দুই নম্বর গেট পর্যন্ত এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দফায় দফায় সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এর পর গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়ায় এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই চট্টগ্রামে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।