রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিতে সচিবালয়ের সামনে জড়ো হন। পদত্যাগের দাবিতে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে সংঘর্ষে রূপ নেয় এবং বহু শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) এবং আরও অনেকে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।