বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার শুধু পর্দার নায়কই নন, বাস্তব জীবনেও একজন বিচক্ষণ বিনিয়োগকারী। ৩৩ বছরের বলিউড ক্যারিয়ারে খ্যাতি, প্রতিপত্তি আর অর্থ—সবকিছুই নিজের মতো করে আগলে রেখেছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী, সন্তান ও সঞ্চয়ই অক্ষয়ের মূল অগ্রাধিকার।
মিতব্যয়ী হিসেবে বলিপাড়ায় তার খ্যাতি রয়েছে। বিলাসবহুল জীবনযাপন করলেও নিজের উপার্জিত অর্থ সচেতনভাবে খরচ ও বিনিয়োগ করতে পছন্দ করেন। সম্প্রতি তার এমনই কিছু বিনিয়োগ থেকে বিশাল অঙ্কের মুনাফার খবর সামনে এসেছে।
মুম্বাইয়ের বোরিভেলি এলাকায় ২০১৭ সালে দুটি ফ্ল্যাট কিনেছিলেন অক্ষয় কুমার। এর মধ্যে একটি ফ্ল্যাটের আয়তন ছিল প্রায় ১,১০০ বর্গফুট, যেটি তিনি কিনেছিলেন ৩ কোটি টাকায়। ২০২৫ সালে সেটি বিক্রি করেন প্রায় ৫.৭০ কোটি টাকায়।
অন্যদিকে, ২৫২ বর্গফুটের আরেকটি জায়গা কিনেছিলেন ৬৭ লাখ টাকায়, যা বিক্রি করেছেন ১.৩৫ কোটি টাকায়। দুটি বিক্রয় মিলিয়ে প্রায় ৯১ শতাংশ মুনাফা করেছেন অক্ষয় কুমার, টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় ৭.১০ কোটি।
এছাড়াও, সম্প্রতি মুম্বাইয়ের পারেল এলাকায় একটি পুরোনো সম্পত্তি ৮ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি।
সব মিলিয়ে আবারও প্রমাণ মিলল, অক্ষয় কুমার শুধু রুপালি পর্দায় নয়, রিয়েল এস্টেট বাজারেও একজন সফল "খিলাড়ি"!