রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রবিবার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। বুধবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি জানান, শুরুতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির শিক্ষাকার্যক্রমও চালু করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩২ জন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৫ জন। নিহত ও আহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, স্কুলকর্মী ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন বলে জানা গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।