ঢাকা, বৃহস্পতিবার: ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীটি কার্যকর হলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীকে গ্রেপ্তারের বিষয়টি জানাতে হবে। কোনো অবস্থাতেই এই সময়সীমা অতিক্রম করা যাবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা জানান, এ সিদ্ধান্তের ফলে নাগরিকদের অধিকতর আইনি নিরাপত্তা নিশ্চিত হবে এবং স্বজনদের অজ্ঞাতে কাউকে দীর্ঘ সময় আটক রাখার সুযোগ আর থাকবে না।
উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী, কাউকে গ্রেপ্তার করার পর ২৪ ঘণ্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি, গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে আটক ব্যক্তির পরিবারকে অবহিত করার জন্য উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। নতুন এই সংশোধনীর মাধ্যমে বিষয়টি আরও কঠোর ও সময়সীমাবদ্ধ করা হলো।