দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান মনিরকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৬ জুলাই চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ২২ হাজার ৮৭৪ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।