মেহেরপুরের গাংনী উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যাক্তিকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যাক্তির নাম আব্দুর রওফ। তিনি মেহেরউর পৌর শহরের মল্লিক পাড়ার বাসিন্দা।
প্রত্তক্ষদর্শীরা জানান, স্থানীয় এক পল্লিচিকিৎসক আবদুল মাবুদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন রওফ। চাঁদা না দিলে স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দেন তিনি। মুঠোফোনে চাঁদা দাবির পর রওফ গতকাল বিকেলে চাঁদা নিতে গেলে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন।
আবদুল মাবুদ বলেন, রওফ কয়েকমাস ধরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। বলছিলো সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়, নাহলে আমাকে চিকিৎসা করতে দিবে না। গতকাল সে আসলে এলাকাবাসি তাকে ধরে পিটিয়ে দেয়। রওফের অতীত নিইয়ে ও অভিযোগ রয়েছে। মল্লিকপাড়ার স্থানীয়া জানান, এর আগে ও তিনি ভুয়া চিকিৎসক সেজে চাঁদা তুলতে গিয়ে ধরা পড়েন। তখন ও তাকে বেঁধে গণপিটুনি দেওয়া হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেও্যা হয়। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিককে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।