বলিউডে ফের নেপোটিজম ও ক্ষমতার রাজনীতি নিয়ে মুখ খুললেন সংগীত পরিচালক অমল মালিক। তাঁর অভিযোগ, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো এবার অভিনেতা কার্তিক আরিয়ানকেও ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমল বলেন, “কার্তিককে বলিউড থেকে তাড়াতে উঠেপড়ে লেগেছেন কিছু প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক। বলিউডের অন্ধকার দিক আজ অনেকটাই মানুষের কাছে পরিষ্কার।”
সুশান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রি এতটাই নির্মম যে, একজন মানুষের জীবনও এখানে নিরাপদ নয়। সুশান্ত সেই অন্ধকার সামাল দিতে পারেনি। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন হত্যা—যেটাই হোক, মানুষটা আর নেই। একসময় বলিউডের বড় প্রযোজকরা বলেছিলেন, ‘এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে।’ তাঁকে মানসিকভাবে দুর্বল করে তোলা হয়েছিল।”
কার্তিক আরিয়ানকে নিয়েও অমলের আশঙ্কা, “ও তো বাইরের ছেলে। নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে, অনেক হিট ছবি উপহার দিয়েছে। এখন তাকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। সবই ক্ষমতার খেলা।”
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয় তাঁর মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বললেও, মৃত্যুকে ঘিরে এখনও নানা বিতর্ক ও সন্দেহ রয়ে গেছে। মৃত্যুর আগে একাধিক সিনেমা থেকে বাদ পড়েন সুশান্ত, এবং অভিযোগ রয়েছে, বলিউডের একাংশ তাকে উদ্দেশ্যমূলকভাবে বয়কট করেছিল।