ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় একটি নাটকের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি দৃশ্যে অভিনয়ের সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সেই দৃশ্যে তাকে ঘুরে দাঁড়াতে হচ্ছিল। ঘোরার মুহূর্তে শুটিং ইউনিটের একটি লাইটের স্ট্যান্ডে পা লেগে পড়ে যান তিনি। এতে তার দুই পায়ের হাঁটু মারাত্মকভাবে জখম হয়।
অভিনেত্রী বলেন, আমার দুই হাঁটুতে মাংস উঠে গেছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শুরুতে ব্যথা তেমন অনুভব করিনি, কিন্তু এখন খুব বেশি ব্যথা করছে।
সুনেরাহ বর্তমানে বিশ্রামে রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তবে পায়ে ফ্র্যাকচার হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। তাঁর এই দুর্ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।