এক সময়ের জনপ্রিয় ও চিরসবুজ অভিনেত্রী ও গায়িকা রুমানা রশীদ ঈশিতা আবারও ফিরলেন নতুন গান নিয়ে। দীর্ঘ ছয় মাস পর প্রকাশ পেয়েছে তার নতুন মৌলিক গান ‘রুপোর ঝলক’। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। এটি ব্যবহার হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ওয়েবফিল্ম ‘নসিব’-এ।
গানটি নিয়ে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশিতা। তিনি বলেন, “দুই বছর আগে গানটি গেয়েছিলাম। তখনই বেশ ভালো লেগেছিল গানটির কথা ও সুর। পারিবারিক ব্যস্ততার কারণে প্রকাশ করতে দেরি হয়ে গেছে। তবে ওয়েবফিল্মে ব্যবহার হওয়ার পর গানটি নিয়ে দর্শকের ভালো রেসপন্স পাচ্ছি।”
ঈশিতা জানান, দীর্ঘদিন পর নতুন মৌলিক গান প্রকাশ পেয়ে বেশ অনুপ্রাণিত হয়েছেন। সামনে আরও কিছু মৌলিক গানের পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ঈশিতার প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’ এবং ‘কুলসুম’। মাঝে মধ্যে অভিনয়ে দেখা গেলেও এখন তিনি গানেই বেশি মনোযোগী।