মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে নারী সমাজের গর্ব ও ‘জাতীয় বীর’ বলে অভিহিত করেছেন বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মেহেরীনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আফরোজা আব্বাস বলেন, মেহেরীন চৌধুরী কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আত্মার বন্ধনে আবদ্ধ এক মা। নিজের রক্তের সম্পর্ক না থাকলেও শিক্ষার্থীদের প্রতি তার যে গভীর দায়িত্ববোধ, তা প্রমাণ করে তিনি ছিলেন একজন মহান মানুষ। নারী সমাজের জন্য তিনি এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, মালয়েশিয়ায় যেখানে মেহেরীনকে সম্মান জানানো হয়েছে, সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে তার প্রাপ্য সম্মান দিতে বিলম্ব হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মেহেরীনের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই তারা সেখানে উপস্থিত হয়েছেন বলে জানান মহিলা দলের সভাপতি।
এই সময় দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।