বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সঙ্গীরা ঢাকার গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায় গুলশান-৮৩ নম্বর রোডে শাম্মীর ব্যক্তিগত বাসভবনে। অভিযোগ রয়েছে, চাঁদা আদায়ের সময় রিয়াদসহ পাঁচজন প্রবেশ করেন বাসার ভেতর। বিষয়টি জানার পরপরই গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াদসহ ৫ জনকে আটক করে।
এই ঘটনার আগেও ১৭ জুলাই সকালে প্রথম দফায় বাসার গেস্ট রুমে প্রবেশ করে চাঁদার অর্থ গ্রহণ করেন দুই যুবক—এমন একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, সকাল ১০টার দিকে দুই যুবক গেস্ট রুমে বসে টাকা নিচ্ছেন। গুলশান থানার পুলিশ সূত্র জানিয়েছে, ভিডিওটি শাম্মীর গুলশান ৮৩ নম্বর রোডের বাসারই।
মন্তব্য করুন