বিটিএস সদস্য আরএম সম্প্রতি হাজির হয়েছেন হারপার্স বাজার কোরিয়ার সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদে, একেবারে নতুন আঙ্গিকে। প্রকাশিত হয়েছে একঝলক ছবি ও সাক্ষাৎকারের অংশ, যেখানে উঠে এসেছে তার ব্যক্তিগত ভাবনা, সামরিক দায়িত্ব-পরবর্তী জীবন, বিলাসবহুল ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে নতুন যাত্রা এবং ক্যামেরার সামনে লাজুক এক তরুণ থেকে গভীরতর শিল্পীসত্তার সন্ধান। খবর প্রকাশের পরই ভক্তরা প্রি-অর্ডারে ঝাঁপিয়ে পড়েছেন সাময়িকীটি সংগ্রহ করতে।
আত্মবিশ্বাসী উপস্থিতি ও নতুন দায়িত্ব
পিপল ম্যাগাজিন জানায়, প্রকাশিত তিনটি ছবিতে ধরা পড়েছে আত্মবিশ্বাসী আরএমের ভিন্ন রূপ। বর্তমানে তিনি বোতেগা ভেনেটা ও স্যামসাং আর্ট টিভির বৈশ্বিক শুভেচ্ছাদূত। তার মতে, এখন ছবি তোলা শুধু সৌন্দর্য প্রদর্শন নয়, বরং দায়িত্বপূর্ণ কাজ। পরিচিত টিমের সঙ্গে কাজ করায় প্রক্রিয়াটি সহজ ও উপভোগ্য হয়ে উঠেছে।
ব্যক্তিগত সত্তা ও শিল্পীজীবন
আরএম বলেন, মঞ্চে বা ফ্যানদের সামনে বিটিএসের নেতা হিসেবে নিজেকে সবচেয়ে জীবন্ত মনে হয়। কিন্তু কিম নামজুন হিসেবে তিনি নিজের মতো সময় কাটানো, নির্ভয়ে প্রিয়জনদের সঙ্গে থাকা বা অপরিচিত স্থানে ভ্রমণকেই আসল সত্তার কাছাকাছি মনে করেন। ভ্রমণ ও আর্ট গ্যালারিতে সময় কাটানো তার পছন্দের হলেও দীর্ঘদিন বাইরে থাকা তার ভালো লাগে না, দ্রুত বাড়ি ফিরতে ইচ্ছা করে এবং গানেই তিনি নতুন করে প্রাণ খুঁজে পান।
খ্যাতি ও ভালোবাসার বার্তা
খ্যাতি নিয়ে মিশ্র অনুভূতি প্রকাশ করে আরএম বলেন, আজকের দিনে সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো খুব সহজ হয়ে গেছে, যা তিনি কুৎসিত মনে করেন। দুঃখ বা ঘৃণা নিয়ে কথা বলা সম্ভব হলেও, দিনের শেষে ভালোবাসা ও ইতিবাচকতা ছড়ানোই তার কাছে গুরুত্বপূর্ণ।
আগামী পরিকল্পনা
২০২৬ সালে বিটিএস তাদের কামব্যাক অ্যালবাম নিয়ে হাজির হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যান্ডের নতুন প্রজেক্টের শুটিং এবং অ্যালবামের প্রস্তুতি একসঙ্গে চলছে।