রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সবধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা বৃষ্টির কারণে সড়কের তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে মাটি, বড় পাথর ও গাছপালা সড়কের ওপর এসে পড়ে বলে জানান স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সড়ক বন্ধ হয়ে পড়ায় সাজেকে বেড়াতে আসা অন্তত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এছাড়াও সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে আছে, যার ফলে নারী-শিশুসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তবে সড়ক থেকে বড় পাথর ও গাছ সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন হবে। বিষয়টি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার ইউএনও শিরীন আক্তার বলেন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ যৌথভাবে সড়ক পরিষ্কারের কাজ করছেন। ধসের মাত্রা অনেক বড় হওয়ায় পুরোপুরি যানচলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
সড়ক চালু না হওয়া পর্যন্ত পর্যটক ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউএনও।