বান্দরবান নিয়ে দেওয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন।
সম্প্রতি বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করেন সারজিস আলম। এ মন্তব্যের পর পার্বত্য জেলা বান্দরবানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এক সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। সংগঠনটি হুঁশিয়ারি দেয়, সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাইলে পার্বত্য অঞ্চলে এনসিপির সব কার্যক্রম ‘সম্পূর্ণভাবে অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে।
বান্দরবান প্রেস ক্লাবে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইফতেখার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলাম, আসিফ ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা জানান, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে মন্তব্য করেন, যা পার্বত্যবাসীর জন্য চরম অবমাননাকর।
পরে নিজের পোস্টে সারজিস আলম লেখেন, “বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মর্যাদার পক্ষে।”
ছাত্র পরিষদের নেতারা এ বক্তব্যকে স্বাগত জানালেও এনসিপির ভূমিকা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।