মাদারীপুরে পৃথক দুই স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলার রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি এবং সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। নিহতদের একজন তরুণ ভ্যানচালক, অপরজন একজন মধ্যবয়সী বাবুর্চি।
নিহতরা হলেন, রাজৈর পৌরসভার পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে আকাশ আকন (১৮) এবং সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের এলাজদ্দিন বেপারীর ছেলে মো. ইমরান বেপারী (৫৮)।
স্থানীয়দের ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আকাশকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩০ জুলাই) সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বদরপাশা-উমারখালী সড়কের পাশে নয়ানগর মাছকান্দি এলাকায় আকাশের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, আকাশ আকনকে চিকন রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার অটোভ্যানটিও ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘর থেকে বের হন বাবুর্চি মো. ইমরান বেপারী। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের খান বাড়ি সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ইমরানের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।
দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।