ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তারা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে অবস্থান নেন। বিকাল পৌনে ৪টার দিকে তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভের একপর্যায়ে তারা ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে পার্কিং করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এরপরও শিক্ষার্থীরা অবস্থান নেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত-আহত হন। এই ঘটনার সঠিক তথ্য প্রকাশ ও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা। রাতভর সিদ্ধান্ত ঝুলে থাকার পর ভোর রাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষার স্থগিত ঘোষণা করেন।
তবে শিক্ষার্থীরা এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলন চালিয়ে যান।