ঈদে মুক্তি পাওয়া সানী সানোয়ারের থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। শুরুতে তেমন আলোচনায় না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ বাড়ছে সিনেমাটি ঘিরে। এই নারীপ্রধান বাস্তবধর্মী কাহিনি ঘিরে গড়ে উঠেছে ভিন্নধর্মী এক গ্রহণযোগ্যতা।
বাঁধন বলেন, “আমাদের দেশে নারীপ্রধান সিনেমা হয় না বললেই চলে। আর ঈদের মতো বড় উৎসবে এমন সিনেমা মুক্তি দেওয়ার সাহস তো আরও দুর্লভ। আমাদের ইন্ডাস্ট্রিটা পুরুষপ্রধান। অনেক সিনেমায় নারীদের হেয় করে দেখানো হয়—আর সেগুলোই বেশি গ্রহণযোগ্যতা পায়, যা সমাজব্যবস্থারই প্রতিফলন। তাই এই বাস্তবধর্মী, নায়িকানির্ভর সিনেমা থেকে বেশি প্রত্যাশা করিনি, বরং প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি।”
ঈদে প্রায় প্রতিদিনই সিনেমা হলে গিয়ে দর্শকদের সাড়া দেখেছেন বাঁধন। তিনি বলেন, “বাংলাদেশের দর্শক এখন সব ধরনের সিনেমা গ্রহণ করতে প্রস্তুত। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’—সবই একসঙ্গে চলছে, যার প্রতিটিই ভিন্ন ঘরানার। এটাই প্রমাণ করে দর্শকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসা এবং বৈচিত্র্যপ্রীতি বেড়েছে।”
তিনি মনে করেন, এখন সময় পরিচালক ও প্রযোজকদের দায়িত্ব নেওয়ার। দর্শকের এই ইতিবাচক মনোভাবকে পুঁজি করে বাণিজ্যের বাইরেও সমাজ সচেতনতামূলক, বাস্তবধর্মী এবং ভিন্নধর্মী গল্প নিয়ে সাহসী সিনেমা তৈরির আহ্বান জানান আজমেরী হক বাঁধন।