ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানা এই তথ্য জানিয়েছেন—খবর বিবিসির।
ডিসি রানা বিবিসি হিন্দিকে বলেন, গত ১৯ জুন হিমাচলে বর্ষা শুরু হয়। এরপর থেকে টানা বৃষ্টিপাত চলছে। শুধু মান্ডি অঞ্চলেই বুধবার মারা গেছেন ১০ জন।
তিনি জানান, ২৯ ও ৩০ জুনের বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে। অনেক জায়গায় হঠাৎ ভারী বর্ষণে রাস্তা বন্ধ হয়ে গেছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মান্ডি অঞ্চলে বিয়াস নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) হিমাচলজুড়ে জারি করেছে ‘রেড অ্যালার্ট’।