রাজধানীর একটি মাদরাসার শৌচাগার থেকে হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে দারুসসালাম থানার অন্তর্গত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদরাসা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে দাবি করলেও নিহত সিয়ামের পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, সিয়াম খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় হিফজ প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত ছিল। কখনো আত্মহত্যার চিন্তা তার মধ্যে ছিল না।
সিয়ামের বাবা সালাউদ্দিন সরদার অভিযোগ করেন, আমার ছেলে ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ ও মেধাবী ছিল। বারবার জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছে। এমন একটি ছেলের আত্মহত্যার কথা মেনে নেওয়া যায় না। ওকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে দারুসসালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহালে দেখা যায়, নিহতের শরীরের দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।