রাজধানীর বংশালে ভূমিকম্পের ঘটনায় ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, কসাইতলী এলাকার একটি পাঁচতলা ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সময় বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। ঢাকার বেশ কিছু স্থানে ভবন দুলে ওঠা এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্প অনুভূতির খবর এসেছে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা গেছে।