শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর বংশালে ঘটে যাওয়া ভূমিকম্পে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি নিহত হয়েছেন। এ সময় তার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি তার মায়ের সঙ্গে বংশালের কসাইটুলিতে মাংস কিনতে গিয়েছিলেন। সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্পের প্রভাবে পাশের পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে। এতে রাফি ও তার মা ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
রাফির মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে আহত ছিল। তার মা এখনও অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানাচ্ছে, তিনি এখনও বুঝতে পারেননি যে তার একমাত্র ছেলে মারা গেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হয়।
বংশাল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, কসাইটুলিতে ওই পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন রাফি, বাকি দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।