আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধানের শীষ আর শাপলা কলির মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
প্রতীক বরাদ্দের নতুন আবেদন
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি নতুন করে দলীয় প্রতীকের জন্য আবেদন করেছে। একই সঙ্গে তিনি বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে বলেন, নির্বাচন পেছানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করলে জনগণ তা মেনে নেবে না।
‘বিএনপি-জামায়াতের পথে নয় এনসিপি’
বিএনপি ও জামায়াতের রাজনীতি নিয়ে কঠোর অবস্থান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি কোনোভাবেই যুক্ত নয়। তবে তারা যদি নিজেদের অবস্থান বদলায়, তাহলে ভবিষ্যতে জোট গঠনের বিষয়ে চিন্তা করা যেতে পারে।
সরকারকে সতর্ক থাকার আহ্বান
প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে নাসীরুদ্দীন বলেন, সরকারের উপদেষ্টারা যদি বিভিন্ন দলের সঙ্গে গোপনে সম্পর্ক রাখেন, তাহলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
নির্বাচন কমিশনের সমালোচনা
নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এখন ইঞ্জিনিয়ারিং কমিশনে পরিণত হয়েছে। কমিশনের স্বেচ্ছাচারী আচরণ দেশের মানুষ প্রত্যক্ষ করছে।