সিলেটের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের (২১) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামের নিজ বাড়িতে হিন্দু ধর্মীয় রীতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টার দিকে দ্বীপের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন, বন্ধু ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শেষবারের মতো প্রিয় এই তরুণকে দেখতে ছুটে আসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দিবাগত রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকে ব্যথা অনুভব করলে দীপঙ্করকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (১২ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উচ্চশিক্ষার জন্য সম্প্রতি মালয়েশিয়া গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। পরে সিলেট হয়ে গাড়িযোগে বাহুবলে নেওয়া হয়।
দীপঙ্কর দাস সিলেট শহরের গোপালটিলার বাসিন্দা হলেও তাদের আদি বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামে। তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে দীপ ছিলেন বড়।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীপঙ্কর দাস দ্বীপ। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শোক ও স্মরণের ঢল।
স্বপন রবি দাশ
হবিগঞ্জ প্রতিনিধি।