প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য।
বুধবার মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া কালে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, দেশবাসী বহুদিন ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এটি যেন সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও আনন্দময় উৎসবে পরিণত হয়, সেই জন্য সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কাম্য।
কোর্স-২০২৫-এ বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, কোর্স শেষ করা এই অফিসাররা অর্জিত জ্ঞানকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সরকারের অন্যান্য উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।