শুক্রবার নিউইয়র্ক রাজ্যের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পর্যটকরা কানাডা সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত ঘুরে নিউ ইয়র্ক সিটিতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটে বাফেলো শহর থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকায়।
নিউইয়র্ক পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে মোট ৫৪ জন পর্যটক ছিলেন, যারা নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে ফিরছিলেন। ফেরার পথে মহাসড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মন্তব্য করুন