সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার ভক্তরা। শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক ভক্ত অংশ নেন। তারা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন, যেখানে লেখা ছিল “সালমান হত্যার বিচার চাই” এবং “আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন”।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থানা-পুলিশ, সিআইডি, র্যাব ও পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। যদিও সব প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়, সালমানের পরিবারের আপত্তির কারণে বারবার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়।
মাত্র ২৫ বছর বয়সে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ দেশের সিনেমায় রোমান্টিক হিরোর নতুন অধ্যায় শুরু করেছিলেন। তার ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘প্রেমযুদ্ধ’সহ সব সিনেমা বক্স অফিসে হিট হয়েছিল এবং তিনি সমকালীন চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা লাভ করেন।