আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ভোট দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মো. শেখ সাদী হাসান। তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলেন, প্রশাসন ছাত্রশিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে।
সাদী আরও জানান, ভোট গণনার জন্য যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সহায়তায় আনা হয়েছে। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন এবং দাবি করেছেন, ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।
ভোট প্রদানের আগে সাদী বলেন, আমরা কেন্দ্র ও হলের ছাত্রদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আশা করি শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন। তিনি উল্লেখ করেন, গতকাল রাত থেকে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত প্রার্থীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছে।
ভোট দেওয়ার পর সাদী বলেন, দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন হচ্ছে। জেন-জি ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তবে প্রশাসন কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীরা দেশের স্বার্থে সঠিক ভোট নিশ্চিত করবে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা চলছে। অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট ছাপানোও কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে।
সাদী আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা দেশ এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছাত্রদলকে বেছে নেবে।