‘বিগ বস’ উনিশতম মৌসুমে সঞ্চালক ও বলিউড অভিনেতা সালমান খানকে কেন্দ্র করে নতুন বিতর্ক ছড়িয়েছে, যেখানে তিনি প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে করা মন্তব্যকে নিয়ে সমালোচনার লক্ষ্য হয়ে উঠেছেন।
এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর বলেন, ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছেন এবং বাড়ির বাহিরেও কি তিনি এ রকমই আছেন—এই অভিযোগকে সম্মতি জানিয়ে ব্যঙ্গাত্মক সুরে সালমান বলেন, “ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে… এই মেয়ে তো গালিগালাজ দেয়! ঝগড়া করে… প্লেট ভাঙে… আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে দরকার!”
সালমানের এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং উল্লেখযোগ্য সমালোচনার সৃষ্টি করে। কিছু ব্যবহারকারী তাকে নারীবিদ্বেষী ও বৈষম্যমূলক মনোভাবপ্রদর্শনী বলছেন, কেউ বলছেন এমন স্বাধীনচেতা, দৃঢ় স্বভাবের মহিলাকে তিনি সহ্য করতে পারেন না। অনেকে তিনি ক্ষমা চাইবেন বলে আশা করছেন, আবার কেউ ফারহানার বিরুদ্ধে দ্বৈত মানসিকতার অভিযোগ তুলেছেন।
বিতর্ক বৃদ্ধির পরও এখন পর্যন্ত সালমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুষ্ঠানটির অন্যান্য প্রতিযোগীদের প্রতিক্রিয়া নিয়ে সামাজিক প্ল্যাটফর্মে আলোচনা চলছে এবং দর্শকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যমান লিঙ্গভিত্তিক ধাঁধা ও উপস্থাপনার বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন।
মন্তব্য করুন