বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ও দুপুরে পৃথক দুই স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দশ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্যোগ নেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। সকালে পৌর সদরের কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিনসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, বিএনপি জনগণের দল। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই-দুঃসময়ে, কষ্টে, দুর্যোগে। দলের নেতাকর্মীরা মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করলেই বিএনপি আরও শক্তিশালী হবে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও বিএনপির পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নিয়মিতভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত হয়ে বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান।
ময়মনসিংহ প্রতিনিধি
মোঃ শাহিদুজ্জামান সবুজ